আমার দৃঢ় বিশ্বাস এই যে ইলিশকে যদি জিজ্ঞেস করা হত সে কার পেটে যেতে চায় বাংলাদেশীর না ভারতীয়ের, ও হাতে লাঠি আর হ্যারিকেন ধরিয়ে দু' জনকেই দূরে কোথাও পাঠিয়ে দিত। ইলিশ নিয়েও আমরা ভারত - বাংলাদেশ খেলছি, অথচ যাকে নিয়ে এত কথা সে নিজেই এসব জাতীয়তার ঊর্ধ্বে। আসুন আমরা ইলিশের অধিকার নিয়ে কথা বলি। ইলিশ বাঁচাও আন্দোলন করি।
মস্কোর পথে, ২২ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment