Friday, August 30, 2024

ছিদ্র অন্বেষণ

আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা মিথ্যাচার। সরকারি দল হোক আর বিরোধী দল হোক - সবাই জেনেশুনে একে অন্যের বিরুদ্ধে অতিমাত্রায় মিথ্যা বলে আর এই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য সব শক্তি নিয়োগ করে। প্রতিপক্ষকে খারাপ প্রমাণের মধ্য দিয়েই আমরা নিজেকে ভালো দেখাতে চাই অথচ এর চেয়ে অনেক কম শক্তি ব্যয় করে নিজে ভালো হওয়া যায়। আমাদের দেশপ্রেম যতটা না দেশের প্রতি ভালোবাসা তারচেয়ে বেশি বিদেশের প্রতি ঘৃণা। গণিতে বিপরীত প্রমাণ নামে একটা পদ্ধতি আছে। দেশেও মনে হয় আমরা সর্বত্র সেই পদ্ধতি ব্যবহার করি। অন্যকে খারাপ প্রমাণ করে নিজেকে ভালো দেখাতে চাই। কিন্তু অন্য কেউ খারাপ হলেই যে আমি অটোম্যাটিক্যালি ভালো হব সেই গ্যারান্টি কি কেউ দিয়েছে? সব দেখে মনে হয় আমাদের জাতীয় চরিত্র ছিদ্র অন্বেষণ।

দুবনা, ৩১ আগস্ট ২০২৪

No comments:

Post a Comment