Friday, August 2, 2024

চাটুকারিতা

প্রশংসা আর চাটুকারিতা এক জিনিস নয়। আপনি যদি জাহাজের নাবিক বা যাত্রী হন, ক্যাপ্টেনকে তাঁর ভালো কাজের জন্য প্রশংসা করেন, কিন্তু চাটুকারিতা করবেন না। কারণ চাটুকারিতা ক্যাপ্টেনের মনে দাম্ভিকতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দেয়। ক্যাপ্টেন তখন নিজের পারদর্শিতা দেখানোর জন্য অপ্রয়োজনীয় রিস্ক নেন। তাতে জাহাজ ডোবার সমূহ সম্ভাবনা থাকে। আর জাহাজ ডুবলে আপনার নিজেরও প্রাণ হারানোর আশংকা থাকে। আজকের নৌকাডুবিতে আপনার অবদানও তাই বাইরে থেকে যারা ঢেউ তুলছে তাদের চেয়ে কম নয়।

দুবনা, ০২ আগস্ট ২০২৪

No comments:

Post a Comment