এখন গ্রীষ্ম। রাশিয়ার লোকজন ছুটি কাটাতে আছে দক্ষিণের বিভিন্ন সমুদ্র সৈকতে। প্রায় প্রতিটি সৈকতে শোভা পায় মেরিলিন মনরোর মুখচ্ছবি সহ কাঠের জল-কণ্যা। মুখমণ্ডলের মাঝখানে আছে মানুষের মাথা ঢোকে সেই সাইজের একটি ছিদ্র। উৎসাহী মানুষ ওতে মাথা ঢুকিয়ে ছবি তুলে। এভাবেই সবাই মেরিলিন মনরো সাজে।
বিগত ৫০ বছরে আমাদের দেশে সরকার বদলায়, আসে নতুন মুখ। কিন্তু মানুষের ভাগ্য, নাগরিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি এসব সবসময়ই অবহেলিত থেকে যায়। এদেশে যেমন সিজনের শুরুতে মনরোকে নতুন করে রং করে, দেশে নতুন সরকার এলে কিছু লোকের অবস্থার পরিবর্তন হয়। তবে বেশিরভাগ মানুষ এই পরিবর্তনের ঝটকা হাওয়াই শুধু টের পায়, সুগন্ধি নাকে ঢোকার আগেই অন্য কোথাও মিলিয়ে যায়।
দুবনা, ২৬ আগস্ট ২০২৪
No comments:
Post a Comment