Tuesday, August 13, 2024

স্বৈরাচার

স্বৈরাচার এটা শুধু শাসন ব্যবস্থা নয়, এটা জীবনদর্শন। ক্ষমতা থেকে অনেক দূরে এমনকি পারিবারিক বা প্রাতিষ্ঠানিক কাজেও কেউ স্বৈরাচারী হতে পারে। স্বৈরাচারের লক্ষণগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহার, দুর্বিনয়, সহকর্মী ও প্রতিপক্ষের কথা না শোনা, যুক্তি দিয়ে বোঝানোর পরিবর্তে পদাধিকার বলে নিজের মতামত চাপিয়ে দেয়া ইত্যাদি। স্বৈরাচার কোন স্বৈরাচারী শাসকের সাথে সাথে তল্পিতল্পা গুটিয়ে বিদায় নেয় না, অপেক্ষা করে পরবর্তী শাসকের জন্য। এটা ভাইরাসের মত এক রোগীকে জাহান্নামে পাঠিয়ে পরবর্তী রোগীর শরীরে আশ্রয় নেয়। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কিছু কিছু যোদ্ধার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের মন মানসিকতায় স্বৈরাচারের শেকড় এত গভীরে প্রোথিত যে সেটা উৎপাটন করা এক প্রজন্মের সামর্থ্যের বাইরে।

দুবনা, ১৩ আগস্ট ২০২৪

No comments:

Post a Comment