ফেসবুকে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনের রেফারেন্স দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সাথে রসএটমের নাম জড়িত হয়েছে। ঘটনার সত্য মিথ্যা প্রমাণ করবে আদালত। তবে প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প বিশ্বে চীন ও রাশিয়ার প্রভাব কমানোর জন্য পশ্চিমা বিশ্বের এক সহযোগী সংগঠন। এখানেই সন্দেহ। কারণ এরা যতটা না শেখ হাসিনার দুর্নীতি নিয়ে চিন্তাগ্রস্থ তারচেয়ে বেশি বিশ্ব পারমাণবিক বিদ্যুৎ বাজারে রসএটমের প্রভাব কমাতে আগ্রহী। তাই এই অভিযোগ যে মূলত রসএটমের বিরুদ্ধে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যত কিছুটা হলেও ঘোলাটে করে।
দুবনা, ১৮ আগস্ট ২০২৪
No comments:
Post a Comment