Sunday, August 18, 2024

আতঙ্কিত আত্মবিশ্বাস

সবাই না হলেও প্রচুর মানুষ স্বীকার করে যে শেখ হাসিনার পতনের অন্যতম প্রধান কারণ তার অতিরিক্ত আত্মবিশ্বাস যার পেছনে ছিল অনুসারীদের অতিরঞ্জিত চাটুকারিতা। স্তাবকের দল তাকে বিশ্বাস করতে সমর্থ হয়েছে যে তিনি অপরাজেয়, তিনি ভুলের উর্ধ্বে। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের হলেও সাফল্য এসেছে সর্ব স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। আমরা যখন সাধারণ মানুষের অবদান অস্বীকার করে শুধু ছাত্রদের গলায় বিজয় মাল্য পরাই তখন তাদের মধ্যে এক ধরণের মিথ্যা অতি আত্মবিশ্বাস জন্ম নেয় যার বাস্তব ভিত্তি খুবই নড়বড়ে। বিভিন্ন প্রশ্নে সমন্বয়কদের কথাবার্তা দেখে মনে হয় তারা বাস্তবতা থেকে ভীষণ ভাবে বিচ্ছিন্ন, নিজেদের শক্তিতে অন্ধবিশ্বাস তাদের সবচেয়ে বড় শত্রু। কেউ একজন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে তারা শেখ হাসিনার স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সাংবাদিকদের ঠান্ডা করতে ১৫ সেকেন্ড যথেষ্ট। তারা এখনও শেখ হাসিনার স্বৈরাচারের মত শক্তিশালী নয়। সেক্ষেত্রে তাদের পতনের জন্য জনতার কত সময় লাগবে? শুধু শক্তির উপর নির্ভরশীল কোন ব্যবস্থাই দীর্ঘস্থায়ী নয়। এটা মনে রাখলেই শুধু নতুন প্রজন্মের বিপ্লবীরা নিজেদের ভিত্তি শক্ত করতে পারবে। 

দুবনা, ১৮ আগস্ট ২০২৪

No comments:

Post a Comment