অনেক সিরিয়াল কিলার, দুর্ধর্ষ গুন্ডাদের জীবনী থেকে জানা যায় পারিবারিক জীবনে এরা আদর্শ স্বামী ও পিতা। আবার বাইরে গণতন্ত্রের মূর্ত প্রতীক, প্রগতিশীল, মানবাধিকার কর্মী পারিবারিক জীবনে স্বৈরাচারী, রক্ষণশীল ও অমানবিক। এটা মনে হয় শুধু ব্যক্তি মানুষ নয়, সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রেও সত্য। আমেরিকা হল সেই স্নেহময় পিতা যে নিজের নাগরিকদের সুখের জন্য অন্য দেশ ধ্বংস করতে, সে দেশের লাখ লাখ মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। অন্যদিকে উন্নত বিশ্বের অনেক দেশ অন্য দেশে গণতন্ত্রের যুদ্ধে জড়িয়ে পড়ে নিজ দেশের মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়। তবে অধিকাংশ দেশই ভেতরে বাইরে সব জায়গায় অমানবিক ও স্বৈরাচারী। যাকে বলে কথায় ও কাজে এক।
দুবনা, ২৯ আগস্ট ২০২৪
No comments:
Post a Comment