১৯৯৬ - ১৯৯৭ সালে আমাদের দুটো বিড়াল ছিল - চিপা আর চিপকা। চিপা ছিল বুদ্ধিমান। এমনকি কমোডে টয়লেট সেরে ফ্ল্যাশ পর্যন্ত করত। চিপকা ছিল লোভী। আমরা ওদের জন্য প্রায়ই মাছ কিনতাম। চিপকা সব মাছ নিজের কাছে নিয়ে গোগ্রাসে গিলত। এরপর শুরু হত সব উগড়ে ফেলার পালা। শুধু খেলেই হয় না, হজম করতে জানতে হয় আর সেজন্য সময় মত থামতে হয়। আমাদের রাজনীতি ও দুর্নীতির জগতে চিপকার উপস্থিতি খুবই সরব। ছিল। মনে হয় আছেও।
দুবনা, ২২ আগস্ট ২০২৪
No comments:
Post a Comment