হয় তুমি আমার সাথে না হলে আমার বিরুদ্ধে - রাজনীতিতে এই তত্ত্বের প্রয়োগ সমাজকে বারবার সংঘাতের দিকে ঠেলে দেয়। লক্ষ্যে পৌঁছানোর হাজার পথের সবগুলো যে পরস্পর বিরোধী নয় বরং ভিন্ন পথে চলমান অনেকেই সহযাত্রী হতে পারে সেই সত্য বুঝতে না পেরে একদল যেমন অনেককে শত্রু শিবিরে ঠেলে দেয়, আরেক দল তেমনি শত্রুর শত্রু আমার বন্ধু এই তত্ত্বে অতিরিক্ত বিশ্বাস করে শত্রু শিবির ভারি করে। মূখ্য লক্ষ্য যখন ক্ষমতা, দেশ আর মানুষ সেখানে গৌণ। এ যুদ্ধে যেই জিতুক সে পায় ক্ষত বিক্ষত মৃতপ্রায় এক মা যে আমার দেশ। যে দেবতার জন্য এত লড়াই সেই দেবালয়ে আগুন দিয়ে দেবতাকে গৃহহীন করার আগে আবারও ভাবুন। সুস্থ চিন্তা এখনও পর্যন্ত কাউকে বিট্রে করেনি।
দুবনা, ০৪ আগস্ট ২০২৪
No comments:
Post a Comment