Wednesday, May 21, 2025

প্রশ্ন

শেখ মুজিবের উপর নির্মিত সিনেমাটি  দেখা হয়নি। যখন মুভিটা মুক্তি পায় তখন ফেসবুকে তার যে সমালোচনা শুনি তাতে দেখার আগ্রহ খুব একটা জাগেনি। তবে ইদানিং তার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যা হচ্ছে তাতে নতুন করে মুভির কথা মনে হল। আসলে এতগুলো কথা বলা এ নিয়ে ছোট্ট একটা প্রশ্ন করার জন্য। ধরে নিতে পারি সেই মুভিতে মুজিব পরিবারের পাশাপাশি আরো অনেক চরিত্র ছিল। আচ্ছা মুশতাকের চরিত্র কি মুভিতে ছিল? থাকলে কে সেই চরিত্রে অভিনয় করেছিল? সেও কি খুনের মামলার আসামী? নাকি আসল খুনীর চরিত্রে অভিনয় করলে সেটা শুধুই অভিনয়?

দুবনা, ২১ মে ২০২৫

1 comment:

  1. পারলে প্রথমোক্ত জনকে মুক্তি আর নাম ভূমিকায় অভিনয়কারী শিল্পীসহ সংশ্লিষ্ট সকল কলাকুশলীদেরকে কারাগারে নিক্ষেপ করা এখন প্রচলিত নিয়মে পরিণত হয়েছে।

    ReplyDelete