Wednesday, April 26, 2023

জন্মদিন

গত দু'দিন থেকে মনে হচ্ছিল এই সময়ে কি যেন একটা হয় কিন্তু কি সেটা কিছুতেই মনে করতে পারছিলাম না। ঘনিষ্ঠ মানুষদের মনে করলাম, কই কারও জন্মদিন তো নেই এই সময়ে। তাহলে? সকালে যখন একটা স্ট্যাটাসে তারিখ লিখলাম ২৬ এপ্রিল - সাথে সাথে সব রহস্যের সমাধান হল। মনে পড়ল এই দিনে ১৯৫২ সালে আলোর মুখ দেখেছিল ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একসময় মস্কোয় আমরা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে দিনটি পালন করতাম। এখন হয়ে ওঠে না। কিন্তু মনের গভীরে সে ঠিকই কথা কয়। ছাত্র ইউনিয়ন পরিবারের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

দুবনা, ২৬ এপ্রিল ২০২৩

Monday, April 24, 2023

অবাক

ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে অনেকেই এই ভেবে অবাক হয় যে একবিংশ শতাব্দীতে কিভাবে ইউরোপের একটা দেশ নাই হয়ে যেতে পারে? আমি অবাক হই এদের ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি দেখে। মাত্র তিরিশ বছর আগে সোভিয়েত ইউনিয়নের মত একটা দেশ নাই হয়ে গেল, নাই হয়ে গেল যুগোস্লাভিয়া - এসব জ্বলন্ত উদাহরণ চোখের সামনে থাকতেও তারা কিভাবে ইউক্রেনের ভবিষ্যৎ ভেবে অবাক হয় সেটাই আমাকে অবাক করে। আরও মজার ব্যাপার হল এদের অনেকেই পৃথিবীর মানচিত্র থেকে রাশিয়ার অদৃশ্য হয়ে যাওয়াটা মনে প্রাণে চায় এবং মনে করে সেটাই স্বাভাবিক। 

দুবনা, ২৫ এপ্রিল ২০২৩

Sunday, April 23, 2023

সময়

আমাদের ছাত্রজীবনে প্যালেস্টাইনের ছেলেমেয়েদের অনেকেই ইয়াসির আরাফাতের সেই বিখ্যাত স্কার্ফ ব্যবহার করত। তখন তার মধ্যে অন্য ধরণের এক আবেগ ছিল, ছিল বিপ্লবী ভাব। এখন দেশে অনেকেই সে ধরণের স্কার্ফ ব্যবহার করে ফেসবুকে ছবি দেয়, কিন্তু এটা দেখে আগের সেই আবেগ আর অনুভব করি না। কে জানে এটা বয়সের দোষ নাকি সময়ের নাকি স্থানের? কথায় বলে এক দেশের গালি আরেক দেশের বুলি। এক সময়ের বিপ্লবী পোষাক অন্য সময়ের মৌলবাদ। নাকি এ সবই অনুধাবনের রকমফের।

মস্কোর পথে, ২৩ এপ্রিল ২০২৩


Thursday, April 20, 2023

সময়

মৃত্যু কোন সমস্যার সমাধান করে কিনা সেটা বলতে পারব না, তবে মৃত্যু আমাদের সমস্যামুক্ত করে, বিশেষ করে যারা মারা যায় তাদের। সেদিক থেকে দেখলে চাকরি বা খেলা থেকে অবসর নেবার মত জীবন থেকে অবসর নেবার অপশন থাকা উচিৎ। কারণ সময় মত মরাটাও একটা আর্ট। অনেক প্রথিতযশা মানুষের বড় ভুল যে তারা এই ভোগবাদি সময় পর্যন্ত বেঁচে আছেন। সময় মত মরে গেলে এরা অনেক বেশি সম্মানের সাথে চিরস্মরণীয় হয়ে থাকতেন।

দুবনা, ২১ এপ্রিল ২০২৩

সংকট

সেদিন এক বন্ধু জিজ্ঞেস করল

- বাংলাদেশে নদী শুকিয়ে যাচ্ছে কেন বলতে পারেন?

- এ নিয়ে পরিবেশবিদরা ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারবে। আমি ও দিকে যাব না। একটা অপ্রত্যাশিত উত্তর দেব। তবে দেশের সামাজিক ও মানসিক স্বাস্থ্য আমার অনুমানকে সমর্থন করলে করতেও পারে।

- তাই? তা কি সেই উত্তর? বলবেন কি?

- আমার মনে হয় নদী দিয়ে বয়ে যাওয়া তরল পদার্থ কিছুতেই ঠিক করতে পারছে না সে আসলে কে - জল না পানি? মানে আত্মপরিচয়ের বিশাল সংকটে ভুগছে নদীর প্রাণ ভোমরা। হিন্দু মুসলমান বিতর্কে বাঙালি যেমন জাতিস্বত্তা হারাচ্ছে, জল আর পানির সংকটে নদীও তেমনি জীবন সংকটে ভুগছে।

দুবনা, ২০ এপ্রিল ২০২৩

Wednesday, April 19, 2023

আমরা

ধর্মের দোহাই দিয়ে ওরা এতদিন হিন্দুদের দেশছাড়া করেছে। ধর্মের দোহাই দিয়ে ওরা এখন বাঙালি সংস্কৃতিকে ভিটেমাটি ছাড়া করতে চাইছে। এখনই রুখে না দাঁড়ালে সেই দিন বেশি দূরে নেই যেদিন বাংলা ভাষাকে ওরা বাস্তুহারা করবে। তখন বাহান্ন, একাত্তর, এত রক্ত, এত ত্যাগ - সবই বৃথা মনে হবে। ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে আপনি প্রস্তুত? নিজেকে প্রশ্ন করুন, উত্তর খুঁজুন। এর উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ, একটা জাতির, একটা দেশের ভবিষ্যৎ। টাকা অনেক উপার্জন করতে পারবেন, কিন্তু এসব জিনিস হারালে টাকা দিয়েও ফিরে পাবেন না যেমন ফিরে পাবেন না ফেলে আসা দিনগুলো। অন্যের জন্য নয়, শুধু নিজের জন্য লড়াই করুন, দেখবেন লড়াইটা একদিন কিভাবে সবার লড়াই হয়।

দুবনা, ১৯ এপ্রিল ২০২৩

Tuesday, April 18, 2023

মধ্য

আমরা মধ্য আয়ের দেশ হতে পারব কি না জানি না, তবে দিন দিন যে মধ্যযুগের দেশ হয়ে যাচ্ছি তাতে সন্দেহ নেই। একজন শিক্ষককে এভাবে অপসারণ করা বর্তমান সামাজিক ও রাজনৈতিক জীবনে সামন্ততন্ত্রের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে। তবে মদিনা সনদ যখন লক্ষ্য তখন সঠিক দিকে চলছি বলেই মনে হয়। হয়তোবা একদিন এভাবেই আমরা পৃথিবীর প্রথম ডিজিটাল মিডল এইজ পুনর্নির্মাণ করব।

দুবনা, ১৯ এপ্রিল ২০২৩

Sunday, April 16, 2023

গরম গরম ছড়া

গরম গরম গরম দেশে
গরমে নেই ভেজাল
ভেজাল দেশে গরম আসল
এ এক মস্ত ভেজাল

আমি ভাবি এই গরমের
মন মোটে নয় নরম
উদোম হয়ে ঘুরে বেড়ায়
নেই কো লজ্জা শরম 

গরম গরম গরম ও ভাই
এক্কেবারে খাঁটি
উষ্ণ আলিঙ্গনে মোদের
জীবন করলি মাটি

উঠতে গরম বসতে গরম
গরম বিছানায়
চারিদিকে গরমের জাল
পালাবি কোথায়? 

এই গরমের হাত থেকে আজ
নাই কারও নিস্তার
ডাইনে বাঁয়ে উপরে নীচে
সবখানে তার বিস্তার

গরম গরম গরম ও বস্
মনটা কর নরম
শান্ত হয়ে একটু বস
মাথা কর না গরম

গরম গরম গরম বন্ধু
দিলাম তোমায় কথা
এখন থেকে তুমি মোদের
একমাত্র নেতা 

দুবনা, ১৭ এপ্রিল ২০২৩

জ্বর

ঢাকার তাপমাত্রা শুনলাম ৪০.৫‌। প্রচন্ড জ্বরে ভুগছে শহর। প্যারাসিটামল খেতে হবে এক গাদা। বললেন ডাক্তার দাদা।
দুবনা, ১৬ এপ্রিল ২০২৩

Saturday, April 15, 2023

পান্তা ভাত

পান্তা ভাতটাই আজ পর্যন্ত রান্না করতে শিখলাম না। নববর্ষের খাওয়াটাই মাটি হয়ে গেল। রেসিপি পাঠিয়েন, বিশেষ করে পোড়া ভাতের ভালো পান্তা করার সহজ উপায় জানিয়ে।

দুবনা, ১৬ এপ্রিল ২০২৩

অফার

এক সময় দেখতাম মস্কোর অনেক বাংলাদেশী এখানে ঈদ পালন করে দেশে চলে যেত সেখানে আবার ঈদ করবে বলে। সময়ের ব্যবধানে সেটা সম্ভব ছিল। এখন দুই বাংলায় দুই দিন নববর্ষ হওয়ায় অনেক ট্র্যাভেল কোম্পানি কিন্তু স্পেশাল নববর্ষ ট্রিপের আয়োজন করতে পারে। ১৪ এপ্রিল বাংলাদেশে নববর্ষ পালন করে ১৫ এপ্রিল পশ্চিম বঙ্গে সেটা শেষ করা। পর পর দুই দিন পানের এমন সুযোগ পেলে রুশরা অফারটা লুফে নিত।

দুবনা, ১৫ এপ্রিল ২০২৩


Friday, April 14, 2023

উইশ

এক বন্ধু নববর্ষ উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা জানালো আর জীবনে উন্নতি কামনা করল। আমিও শুভেচ্ছার ঝুলি থেকে এক তোড়া উপহার পাঠিয়ে বললাম তোর মনোবাসনা পূর্ণ হোক। এখন ভাবছি ওর বাসনা পূর্ণ হোক বলে আমি কি পক্ষান্তরে নিজের জন্য উইশ করলাম কিনা। 

দুবনা, ১৪ এপ্রিল ২০২৩


স্পেশাল অফার

গত পরশু কল্যাণ দা ফোন করল অনেক দিন পর। এমনিতেই। 
তোদের ওখানে এখন শীত কেমন?
কল্যাণ দার ধারণা আমাদের এখানে শীত ছাড়া আর কিছু নেই। তাই আমি ওকে বলি আমাদের চার ঋতুর দেশ - হালকা সবুজ শীত, ঘন সবুজ শীত, হলদে কমলা শীত আর শ্বেত শুভ্র শীত। যাহোক বললাম
আজ বেশ গরম।
কত ডিগ্রি?
১৫। এসময় সাধারণত ১০ ডিগ্রির উপরে থাকে না।
তাই? আমাদের এখানে ৪০-৪২। 

গতকাল যখন সাউনায় ঢুকলাম, মনে হল সূর্যের পেটের ভেতর ঢুকে গেছি। তাকিয়ে দেখি ১১০ ডিগ্রি। সাধারণত ৯৫ থেকে ১০০ ডিগ্রির মধ্যে থাকে। নববর্ষ উপলক্ষ্যে স্পেশাল অফার কিনা কে জানে?

দুবনা, ১৪ এপ্রিল ২০২৩

Thursday, April 13, 2023

চিঠি

শুভ জন্মদিন ১৪৩০
শান্তিপূর্ণ আর মঙ্গলময় হোক তোমার জীবন। তোমার কর্ম স্বল্প আয়ুর জীবনকে অমর করুক। অনেক ভালোবাসা আর শুভকামনা!

দুবনা, ১৪ এপ্রিল ২০২৩

স্মৃতি

মহাবিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। দেশের সীমানা। দেশের নাম। দেশের চরিত্র। আসলে দেশ তো ভূখণ্ড নয়, দেশ হল সেই ভূখণ্ডে বসবাসকারী মানুষ। নিজেদের স্বার্থে তারা রাজা বদলায়, বদলায় নিয়ম কানুন। আসলে এসব কিছুই অবজেক্টিভ রিয়ালিটি নয়, মানুষের তৈরি আর এ কারণেই দেশ হারিয়ে গেলেও সেটা থেকে যায় আমাদের স্মৃতিতে। সোভিয়েত ইউনিয়ন হারিয়ে গেছে মাত্র ৩০ বছর আগে। অখন্ড ভারত হারিয়ে গেছে ৭৬ বছর আগে কিন্তু এখনও অনেক মানুষের স্মৃতিতে তা রয়ে গেছে। তেমনি ইতিহাসের পাতায় রয়ে গেছে মিশর আর রোম সাম্রাজ্যের স্মৃতি। আসলে মানুষ হোক আর দেশ হোক যারা সৃষ্টির বার্তা নিয়ে আসে তাদের স্মৃতি মানুষ স্মরণ করে ভালোবাসার সাথে আর যারা পেছনে রেখে যায় ধ্বংসস্তূপ তাদের মনে করে ভয় আর ঘৃণার সাথে। 

দুবনা, ১৩ এপ্রিল ২০২৩

Monday, April 10, 2023

সমস্যা

সমস্যার শুরু হয় তখনই যখন কেউ নিজের মতকে, নিজের বিশ্বাসকে একমাত্র সত্য বলে মনে করে আর সেটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। তার পথ তার জন্য সাফল্যের চাবিকাঠি হলেও সেটা যে অন্যের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে তার কোন মানে নেই। প্রতিটি মানুষেরই নিজ নিজ ভালোমন্দের ধারণা একান্তই নিজের, বিশেষ করে সে যদি হয় স্বশিক্ষিত ও সুশিক্ষিত। এই সহজ সত্যটা না বোঝার কারণেই জন্ম নেয় ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। অথবা একদল লোক এসব বুঝেও না বোঝার ভান করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলে ঘোলা জলে মাছ ধরতে।

দুবনা, ১১ এপ্রিল ২০২৩

ভুল

বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এসব নিয়ে এক দল মানুষের এলার্জি দেখে মনে হতে পারে যে এরা অতীত ঐতিহ্য স্বীকার করতে চায় না। তবে সমস্যা মনে হয় অতীত ঐতিহ্যে নয়, তাহলে যা কিছু অতীত তাই তারা বাদ দিত। কই বখতিয়ার খিলজি বা ইসলাম পরবর্তী আরব বিশ্ব নিয়ে তো এদের সমস্যা নেই। এদের একটাই সমস্যা থাকে - ভুল দেশে জন্মগ্রহণ করা। তারচেয়েও বড় সমস্যা হল সেই স্বপ্নের দেশে তারা অনাহুত। তা না হলে অনেকেই হয়তোবা ইউরোপ আমেরিকার পরিবর্তে মরুভূমিতে উদ্যান বানাতো। আরবের পূণ্য ভূমির নাগরিকত্ব না পেয়ে এরা অনেকেই নিজেদের বেহেশত থেকে বিতাড়িত মনে করে আর সেই রাগ ওঠায় স্থানীয় সবকিছু অস্বীকার করে।

দুবনার পথে, ১০ এপ্রিল ২০২৩

Sunday, April 9, 2023

নিয়তি

বাইডেন জেলেনস্কিকে ইউক্রেনিয়ান বাইডেন বানাতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজে আমেরিকান জেলেনস্কি হয়ে গেছেন। এরা দু'জনেই নিজ নিজ দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

মস্কো, ১০ এপ্রিল ২০২৩

মৌলিক সত্ত্বা

আর যাই বলেন মৌলবাদীরা কিন্তু পুরাপুরি হিন্দু বিদ্বেষী না, সব কিছু কেড়ে নিয়েও কিছু কিছু জিনিস নিঃশর্ত ভাবে হিন্দুদের দিয়ে দেয়। বিশ্বাস হয় না? বাঙালির সবচেয়ে আপন, সবচেয়ে ঐতিহ্যময় যা সেই ভাষা ও সংস্কৃতিকে ওরা বিনাশর্তে হিন্দুদের নামে উইল করে দিতে চায়।

হাইকোর্টের এক আইনজীবী মঙ্গল যাত্রা বন্ধ করার জন্য লীগ্যাল নোটিশ দিয়েছে। অবাক হইনি। কারণ মোহাম্মদ আলী জিন্নাহ একজন আইনজীবী ছিলেন। এতো তারই উত্তরসূরী।

মস্কো, ১০ এপ্রিল ২০২৩


Saturday, April 8, 2023

গণতন্ত্র

গণতন্ত্র মানে শুধু ভোটাধিকার নয়, গণতন্ত্রের মূল কথা বিকল্প - তা সে নির্বাচনে একাধিক প্রার্থীই হোক, দোকানে বিভিন্ন ধরণের পণ্যই হোক, সংবাদের বিভিন্ন উৎসই হোক আর দৃষ্টিভঙ্গির ভিন্নতাই হোক। তাই কোন দেশ যখন কোন সংবাদ মাধ্যম ব্যান করে তা সে দেশী বা বিদেশী যে সংবাদ মাধ্যমই হোক, সে দেশ তার জনগণের একটা অংশকে সংবাদ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। তখন আর সে দেশ নিজেকে গণতান্ত্রিক দাবী করতে পারে না তা সে রাশিয়াই হোক, আমেরিকা, ইউরোপ, চীন, ভারত বা বাংলাদেশই হোক। 

দুবনা, ০৮ এপ্রিল ২০২৩

Friday, April 7, 2023

সমস্যা

আমাদের প্রত্যেকের সমস্যা একান্তই নিজের আর তার সমাধানের ভাবনাও নিজের। এমনকি যখন অনেকের একটাই সমস্যা থাকে সবাই তার সমাধান নিজের নিজের মত করে দেখে। আর যিনি বা যারা সমাধানের দায়িত্বে থাকেন তারা সমাধান দেখেন নিজেদের মত করে। তবে তারা দেখেন অন্যদের কথাটা মাথায় রেখেই। তাই সমাধান যাই হোক সেটা সবাইকে খুশি করবে না, থাকবে সমালোচনা। সেটা স্বাভাবিক। অস্বাভাবিক হল যখন অনেক আপাতদৃষ্টিতে যুক্তিবাদী মানুষ সমস্যার বহুমাত্রিক দিক না দেখে শুধু নিজের অবস্থান থেকেই বিচার করে আর এর ভিত্তিতে একচোখা ভাবে সমাধান প্রত্যাখ্যান করে।

দুবনা, ০৭ এপ্রিল ২০২৩

ঘুম

গণতন্ত্রের অতন্ত্র প্রহরীদের অতি মাত্রায় সক্রিয়তা সারা বিশ্বের শান্তিকামী মানুষের ঘুম কেড়ে নিয়েছে। 

দুবনা,০৭ এপ্রিল ২০২৩

Monday, April 3, 2023

ভয়

যে সমাজের মানুষ যত বেশি স্পর্শকাতর সে সমাজ তত বেশি সর্বগ্রাসী, টোটালিটারিয়ান। পাছে কোন বিপদে পড়ি এই আশংকা সেই সমাজের মানুষকে প্রায় প্রতিটি ব্যাপারে ভীত সন্ত্রস্ত করে তোলে, জন্ম নেয় ভয়ের সংস্কৃতি, মানুষ হারায় স্বাভাবিক বিচার বুদ্ধি, এমনকি এটা যে অচিরেই ধ্বংস ডেকে আনতে পারে তা জেনেও স্ব-সংরক্ষণের প্রবৃত্তি থেকে সে এই আত্মঘাতী ব্যবস্থাকেই সমর্থন করে যায়। এটা যেকোন সমাজ ব্যবস্থাতেই হতে পারে - তা সে রাজতন্ত্র হোক, সমাজতন্ত্র বা গণতন্ত্র। যখনই কোন ইস্যু বা বিষয়কে কোন রকম সমালোচনার ঊর্ধ্বে তোলা হয় তখনই জন্ম নেয় এ ধরণের ভয়ের পরিবেশ যেটাকে ক্ষমতাসীনরা ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে।

দুবনা, ০৪ এপ্রিল ২০২৩

নদীর এপার কহে

যাদের গরু আছে এবং সেই গরু দুষ্ট তারা ভাবে "দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।" অবশ্য আমার কখনোই বোধগম্য হয় না শূন্য গোয়াল কি কাজে লাগবে? আর গরু না থাকলে সেটার নাম গোয়াল হবে কেন? 
যাদের গরু নেই তারা দুষ্ট গরুর জন্য হাপিত্যেশ করে বসে থাকে কিন্তু মুখে বলে "নাই মামার চেয়ে কানা মামা ভালো।" 
সমস্যা!

দুবনার পথে, ০৩ এপ্রিল ২০২৩

সীমান্ত রেখা

রাজনীতিবিদ দেশ ভাগ করে মাটির উপর রেখা টেনে। বাস্তবে এই রেখা চলে যায় লাখ লাখ সাধারণ মানুষের বুক ভেদ করে, তাদের ভবিষ্যৎ রক্তাক্ত করে দিয়ে। তাই ১৯৪৭ সালের দেশভাগের মাশুল আজও দিয়ে যাচ্ছে উপমহাদেশের লাখ লাখ মানুষ। আজ ইউক্রেনের যে ভ্রাতৃঘাতী যুদ্ধ সেটাও এই মানুষের বুকের ভেতর দিয়ে সীমানা টানার ফল।

মস্কো, ০৩ এপ্রিল ২০২৩

Sunday, April 2, 2023

গণতন্ত্র

গণতন্ত্র আজ অনেকটা ঈশ্বরের মত। ঈশ্বরের নামে যেমন, গণতন্ত্রের নামেও তেমনি আজকাল সব কিছু চালিয়ে দেয়া যায়। পার্থক্য শুধু এই যে ঈশ্বরের মত গণতন্ত্র এখনও সর্বশক্তিমান নয়, এখনও গণতন্ত্রের ইচ্ছায় সবকিছু হয় না। তবে যে গতিতে গণতন্ত্রের জয়রথ এগিয়ে চলছে তাতে সেদিন দূরে নেই যেদিন মানুষ বলবে গণতন্ত্র যা করে সবার মঙ্গলের জন্যই করে। এভাবেই অদূর ভবিষ্যতে গণতন্ত্র ঈশ্বরের মতই স্বর্গের অধিবাসী হবে আর মানুষ মৃত্যুর পর সেই গণতন্ত্রের সুবিচার পাওয়ার আশায় জীবিত অবস্থায় নিজেদের মধ্যে মারামারি হানাহানি চালিয়ে যাবে কার গণতন্ত্র সেরা সেটা প্রতিষ্ঠা করার জন্য।

মস্কো, ০৩ এপ্রিল ২০২৩

Saturday, April 1, 2023

সৃষ্টি রহস্য

হিন্দু ধর্ম ক্লাসে পন্ডিত স্যার প্রশ্ন করিলেন
- বল তো শ্যাম কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হইয়াছিল?
 শ্যাম বিন্দুমাত্র না ভাবিয়া উত্তর দিল
- একদিন বিষ্ণু স্যার লক্ষ্মী ম্যাডামের সাথে ঘুমাইতেছিলেন। ব্রহ্মা স্যার পাশেই....
- ঐ শ্যামা ভগবান বিষ্ণু আবার তোর স্যার হইলেন কবে? লক্ষ্মী ম্যাডাম আবার কি? ম্যাডামের যুগ আমাদের দেশে অনেক আগেই শেষ।
- কেন স্যার। সরকারি কর্মচারীরা যদি স্যার হইতে পারে তাহা হইলে দেবতারা কি দোষ করিল। ওঁরা তো স্যারদের স্যার। দেখেন নাই পাবলিকের নিকট হইতে ঘুষ লইয়া তাহারা প্রথমেই উপাসনালয়ে দৌড়ায় দেবতাদের ভাগ বুঝাইয়া দিবার জন্য। কয়েক দিন পরে লোকজন কৃষ্ণ স্যার, বুদ্ধ স্যার, যীশু স্যার এই সব বলিতে শুরু করিবে। আর ম্যাডামে সমস্যা থাকলে লক্ষ্মী স্যার বলব স্যার। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে থাকলে লক্ষ্মী স্যার থাকতে সমস্যা কোথায়?

দুবনা, ০১ এপ্রিল ২০২৩

অসীম সীমা

সব কিছুরই শেষ আছে। উচ্চতারও। এক সময় এভারেস্ট শৃঙ্গও শেষ হয়ে যায়। উপরে ওঠার আর সুযোগ থাকে না। জীবন গতিময় বা গতিই জীবন। এই গতি বা জীবনকে ধরে রাখার জন্য নীচে নামতে হয়। যারা নামতে চায় না বা নামতে জানে না প্রকৃতির নিয়মেই তারা বাধ্য পড়ে যেতে। সেটা যেমন ব্যক্তি মানুষের জন্য সত্য তেমনি সত্য সমাজ বা রাষ্ট্রের ক্ষেত্রেও। তাহলে কি মানুষ উন্নয়নের দিকে ধাবিত হবে না? অবশ্যই হবে। তবে তাকে হতে হবে বিনয়ী। এই বিনয় আসে জ্ঞান থেকে। জ্ঞান বিনয়ী বলেই তার উচ্চতার কোন সীমানা নেই।

দুবনা, ০১ এপ্রিল ২০২৩