Tuesday, February 23, 2021

বলদ বদল


আমরা কমবেশি সবাই বিভিন্ন বাদ নিয়ে বিবাদ করি, এমনকি মারামারি খুনোখুনি পর্যন্ত। এখন মরুভূমিতে ধবল সূর্য দেখে মনে হচ্ছে মানুষ যুগ যুগ ধরে চলে আসা রীতিনীতির বন্ধনে এতটাই আবিষ্ট যে এর বাইরে নিজেকে ভাবতে পারে না, নিজের ভালো মন্দ বুঝতে পারে না। তাই সমাজ বদলানোর আগে নিজেকে বদলানো প্রয়োজন, সমাজের মানুষগুলো বদলানো প্রয়োজন। সেটা না হলে বদলে যাওয়া সমাজে ঘাপটি মেরে থাকা প্রতিবিপ্লবীরা একদিন ঠিকই বদলা নেবে, সমাজের গতি বদলিয়ে তাকে নিয়ে যাবে পেছন পানে।
দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment