Thursday, February 18, 2021

যুগের হাওয়া

শুধু নিউটন, আইনস্টাইনরাই মানে সত্যিকারের বিজ্ঞানীরাই বলতে পারেন যে তাঁরা দৈত্যদের কাঁধে দাঁড়িয়ে আছেন বলেই বহুদূর পর্যন্ত দেখতে পান, অর্থাৎ তাঁরা নির্দ্বিধায় তাদের পূর্বসূরিদের অবদান স্বীকার করতে পারেন। রাজনীতিতে সেটা খুব কম জনেই পারে। আর তাই তো বার বার আমাদের ইতিহাস শুরু হয় নতুন কোন মেসিয়ার আবির্ভাবের মধ্য দিয়ে। ধর্মও এ নিয়মেই চলে। বলশেভিকরা তাদের পূর্বপুরুষদের সব অবদান অস্বীকার করেই নতুন সমাজ গড়তে চেয়েছিল। নতুন রাশিয়ার স্থপতিরাও একই ভাবে সোভিয়েত ইউনিয়নের যা কিছু ভাল, সব কিছু ধ্বংস করে সেখানে পুঁজিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আজ ইউরোপ আমেরিকায় নিওলিবারেলরা একইভাবে তাদের অতীতকে অস্বীকার করে ভবিষ্যতে যেতে চাইছে। রাজনীতি, ধর্ম, ক্ষমতার লোভ সব এককাট্টা হয়ে বৈজ্ঞানিক চিন্তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। অনেক বিজ্ঞানীও অর্থ দেবীর বেদিতে নিজেদের বলি দিচ্ছে।


দুবনা, ১৮ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment