আজ রাশান টিভিতে ইয়াকুতের আবহাওয়ার উপর একটা রিপোর্ট দেখাচ্ছিল। অনেকদিন মাইনাস তিরিশের নীচে থাকার পর প্রকৃতি একটু উষ্ণ হয়েছে। আজ তাপমাত্রা মাত্র মাইনাস ২৭। ওই রিপোর্টেই আরও একজনের সাক্ষাৎকার ছিল। ওই শহরে তাপমাত্রা কদিন আগেও মাইনাস ষাট ছিল, তবে এবার ভাগ্য সুপ্রসন্ন, বাইরের বরফ না গললেও মানুষের মনের বরফ গলছে। তাপমাত্রা বাড়ছে, এখন মাত্রই মাইনাস ৪৯। ওই ভদ্রলোক বলছিলেন তাদের জন্য এটাই বসন্ত।
বসন্ত এসে গেছে।
দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২১
No comments:
Post a Comment