সময় থেমে থাকে না। অনবরত এগিয়ে চলে সামনের দিকে, ভবিষ্যতের দিকে। সামনে চলাই প্রকৃতির টিকে থাকার অন্যতম প্রধান অস্ত্র। বলা যায় একমাত্র উপায়। গতি যেমন সাইকেলকে শুধু গতিশীলই নয়, স্থিতিশীল রাখে, মানে পড়তে দেয়না, তেমনি সামনে চলাও মহাবিশ্বকে কলাপসের হাত থেকে রক্ষা করে। অন্তত এখনও পর্যন্ত করছে। মানুষ প্রকৃতির অংশ বিধায় তার ক্ষেত্রেও এ নিয়ম বা প্রযোজ্য। তাই পেছনে ফিরে যাওয়ার যেকোনো প্রচেষ্টাই অস্থিতিশীলতার দিকে যাওয়া। বাহাত্তরের সংবিধান থেকে বর্তমান সংবিধানে ফিরে যাওয়া পেছনে ফেরা আর সেটাও বর্তমানের রাজনৈতিক অস্থিরতার বা অপরাজনীতির অন্যতম কারণ।
দুবনা, ১৫ ফেব্রুয়ারি ২০২১
No comments:
Post a Comment