Friday, February 19, 2021

মঙ্গলের পথে আরেক ধাপ


নাসা মঙ্গলে মহাশূন্যযান পাঠাল। এ নিয়ে ফেসবুকে অনেকেই লিখছেন, আনন্দ প্রকাশ করছেন। সেটা স্বাভাবিক। কেননা মানব জাতির জন্য এটা স্টেপ ফরোয়ার্ড। কিন্তু অনেকের পোস্টে নাসার বিশাল বিজ্ঞানী স্টাব পেছনে ফেলে সামনে চলে এসেছেন চার ভারতীয়। আমার মনে হয় এটা আমেরিকা বা নাসার প্রতি তাদের কমিটমেন্টের প্রতি আমাদের অবহেলা। যারা বাইরে থাকেন, কাজ কর্ম করেন, দেশের কথা সব সময় মনে করলেও, মনে প্রাণে দেশপ্রেমিক হলেও প্রফেশনাল লাইফে তারা যেখানে কাজ করছেন সেই কোম্পানি, দেশ বা ইনস্টিটিউটের প্রতি দায়বদ্ধ। এটাই প্রফেশনালিজম। তাই দেশের সন্তানদের অর্জন নিয়ে গর্ব বা আনন্দ উল্লাস করার সময় আমরা যেন তাদের এই অর্জনের পেছনে বিদেশী সংস্থার অবদানের কথা ভুলে না যাই আর এটাও মনে রাখি, সুযোগ পেলে এসব প্রতিভাবান মানুষ নিজেদের দেশের জন্য এরকম সম্মান নিয়ে আসতে পারতেন।

দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment