বাঙালি লড়াই করে, জয়ও করে। তবে সেটা তারা করে যতটা না লড়াই করে অর্জিত সাফল্যকে ধরে রাখার, তার বিকাশের জন্য তার চেয়ে বেশি নিজের ক্ষণিকের বীরত্ব জাহির করার জন্য। তাই তো রক্ত দিয়ে বাংলায় কথা বলার অধিকার অর্জন করেও তারা সেই ভাষার চর্চা করে না, রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতার শপথগুলো একটু একটু করে ভুলে যায়। তারা ভুলে যায় ভাষার জন্য প্রাণ দেওয়া বা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা সেটা চরম লক্ষ্য নয়, বিশ্বের দরবারে জাতি হিসেবে তার আত্মপ্রকাশের প্রথম পদক্ষেপ মাত্র। এটা শুরু যার কোন শেষ নেই, আছে শুধুই নতুন নতুন অর্জনের জন্য সামনে এগিয়ে যাওয়া। আর এর জন্য দরকার আটচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আদর্শ বিকশিত করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু এসব আদর্শ বিকাশ না করে এদের বিকাশ করে শত্রুর ঘরে পৌঁছে দেওয়াই যেন আজ আমাদের প্রধান লক্ষ্য।
No comments:
Post a Comment