Friday, February 5, 2021

শেখ থেকে শেখা

আমাদের দেশের অন্যতম প্রধান পরিবারের উপাধি শেখ। ধরে নেওয়া যেতে পারে যে শেখ শব্দের উৎপত্তি আরবি বা পার্সি ভাষায়। তবে বাংলা ভাষায় শেখ শব্দের অর্থ শেখা। একটু খেয়াল করলেই দেখা যাবে এই বংশের সে সকল প্রতিনিধিই অন্তত রাজনৈতিক ভাবে সফল হয়েছেন যারা আরবি বা পার্সির পরিবর্তে বাংলা অর্থকেই আপন করে নিয়েছেন মানে শিখেছেন। শেখ উপাধিধারী শত শত মানুষ এ কথাটা যদি মনে রাখেন সেটা তাদের জন্য তো বটেই দেশের জন্যেও মঙ্গলকর হবে।

দুবনা, ০৫ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment