গত কয়েকদিন হল কী টিভিতে, কী স্মার্টফোনে তাপমাত্রা দেখাচ্ছে -২০, অনুভূতি -২৪/-২৫। কিন্তু ঘুরতে গিয়ে দেখছি বেশ গরম। হাড্ডি জানাচ্ছে -১৫ এর নীচে কোন মতেই নয়। তাই আজ গেলাম ভোলগায় দেখতে ব্যাপাটা কি? মনে হল ঠাণ্ডা তেমন নয়, মানে কোন মতেই -১৫ নীচে নয়। পরে যাবার রিস্ক নিয়েই নেমে গেলাম নদীর বেডে। ওখানে এখানে সেখানে বরফ জমে আছে, যদিও নদী এখনও জমে নি। তাই জলের কিনারায় দাঁড়িয়েই ছবি তুলব বলে ঠিক করলাম। কিন্তু কয়েকটা ছবি তোলার পরেই দেখি হাত জমে যাচ্ছে, এমনকি শিরদাঁড়া পর্যন্ত কাঁপতে শুরু করছে। সেখানে তাপামাত্রা কত ছিল জানি না, তবে -২০ এর নীচে হলেও অবাক হব না। নীচে আর বেশিক্ষণ থাকা গেল না। উঠে এলাম উপরে। প্রায় ঘন্টা খানেক হেঁটে অতিক্রম করলাম মাত্র চার কিলোমিটার পথ। হ্যাঁ, করোনার কারণে স্টেপগুলো মনে হয় ছোট হয়ে আসছে।
No comments:
Post a Comment