আজ আবার গেলাম বনে ঘুরতে। করোনার পর এই প্রথম গুলিয়াকে নিয়ে। এর আগে যেদিন গুলিয়া আমার সাথে শেষ বনে গেছিল সেদিনই করোনা ভর করেছিল ওর ঘাড়ে। আজও আবার বলল ঠাণ্ডায় জমে গেছে। আসলে আমি বেড়াতে যাই কয়েক ঘণ্টার জন্য। আজ তাপামত্রা ছিল মাইনাস ১৫ র মত। এটা আমার ছবি তোলার জন্য সবচেয়ে আরামদায়ক আবহাওয়া, যদিও কয়েকটা ছবি নেবার পর হাত জমে যায়, কিছু সময় লাগে ওকে মানুষ করতে। মাকেও দেখেছি কছু হলেও বাবার কাঁধে দোষ চাপাতে। গুলিয়াও তাই। বলে আমি নিজেই নাকি নিজেই কঠিন ইনফেকশন। না, ওর ছবি তুলিনি। বউ তো ঘরের মানুষ। বন তো ঘরে থাকে না। তাই শুধু বনের ছবি। কোথায় আছে মক্কার মানুষ হ্বজ পায় না।
No comments:
Post a Comment