আচ্ছা, আপনি যে ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না, ভয় পান না? আগে পেতাম না, এখন পাই?
কেন? বয়স হচ্ছে বলে?
আরে কি যে বল? বয়স তো সবারই হয়। এতে নতুনত্ব কী আছে?
মানে মরতে তো হবে। স্বর্গ না নরক কোথায় পাঠাবে সেটাও তো ব্যাপার।
স্বর্গ নরক নিয়ে মাথা ব্যথা নেই। তবে জান কি, আগে জানতাম ন্যায় কাজ করলে পুরস্কার দেওয়া হয়, অন্যায় করলে শাস্তি। তাই ভাবতাম পাপ যেহেতু করি না, ঠাকুর দেবতায় বিশ্বাস করা না করায় কিছুই যায় আসে না।
এখন কি সেটা বদলে গেছে?
চারিদিকে তাকিয়ে দেখো তো? অন্যায় করে জেলে যাওয়ার চেয়ে অন্যায় না করে জেলে যাওয়ার সম্ভাবনাই আজকাল বেশি। ক জন ঘুষখোর, দুরনীতিবাজ জেলে যায়? হেরাজ তো হয় ভাল মানুষ, যারা এসবে বিরুদ্ধে কথা বলে। ঈশ্বর তো বিগ ব্রাদার যিনি সব দেখেন, আর যারা সব দেখেন তারা প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই বেশি সিদ্ধহস্ত। যারা অন্যায় করে না, তাদের মিথ্যে ভয় বা লোভ দেখিয়ে বশ করা যায় না। সেদিক থেকে অপরাধীরা অনেক বেশি অনুগত। এ কারণেই হয়তো করোনার মাধ্যমে একে একে প্রতিবাদী কণ্ঠ রোধ করা হচ্ছে। যেকোনো দেশের যে কোন সরকার ঈশ্বরের কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করতে পারে? তাই আজকাল পাপ করিনা বলেই ভয়ে ভয়ে থাকি।
দুবনা, ২৫ ফেব্রুয়াই ২০২১
No comments:
Post a Comment