Friday, February 26, 2021

লড়াই

এক সময় আমরা বলতাম পৃথিবীতে শুধু দুটো দল আছে - শোষকের আর শোষিতের। নাম যাই হোক না কেন ক্ষমতায় গেলে সব দলই শোষক হয়ে যায়। এই যে বাংলার মানুষ বুকের রক্ত দিয়ে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে, ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে ক্ষমতায় আনে বিনিময়ে তারা কী পায়? ভোটের নামে প্রহসন, ৫৭ ধারা, ডিজিটাল আইন এসব। আর যতই দিন যায় এসব নিয়মের নাগপাশ বন্ধন ততই যেন তীব্র হয়। তাই গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্তে। না হলে মানুষের বিজয়ের ফসল বার বার বেহাত হয়ে যাবে, চুরি হয়ে যাবে। বার বার ক্রস ফায়ারে অথবা জেলে দেখতে হবে প্রিয়জনের লাশ।

দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment