Tuesday, February 9, 2021

প্রশ্ন


সোভিয়েত ইউনিয়নের পতনের পর চুবাইসের নেতৃত্বে এদেশের সব কল কারখানা জলের দামে এমন কি প্রয়োজনে ভর্তুকি দিয়ে ব্যক্তি মালিকানায় দেওয়া হয়। না, কল কারখানা নতুন করে চালু করার জন্য নয়, যত তাড়াতাড়ি সম্ভব এসব ধ্বংস করাই ছিল এই পুনর্বিন্যাসের উদ্দেশ্য। কেননা কলকারখানা মানেই শ্রমিক শ্রেণী, মানে প্রতিবাদ, মানে সমাজতন্ত্রে ফিরে যাওয়ার সম্ভাবনা। ইদানিং দেশে দেখছি কল কারখানা থেকে শুরু করে সরকারি সব কিছুই হয় ব্যক্তিমালিকানায় দেওয়া হচ্ছে অথবা বন্ধ করা হচ্ছে। এটা কি একাত্তরের শেষ চিহ্নটুকু মুছে দেবার পায়তারা?

দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment