Monday, February 22, 2021

মুখোশ

আমরা কি সব সময়ই কোনো না কোনো মুখোশ পরে থাকি না? ছাত্রদের কাছে আমি এক রকম, বন্ধুদের কাছে অন্য রকম। মানে স্থান কাল পাত্র ভেদে আমি বিভিন্ন রূপ ধারণ করি। এটা সবাই করে। বলতেই পারি এ পরিস্থিতিতে এটাই আমার স্বাভাবিক রূপ। তার মানে পরিস্থিতির সাথে সাথে আমাদের মুড, কথার ভঙ্গি, অঙ্গভঙ্গি এসব বদলাচ্ছে। এই শত আমির মধ্যে আসল আমিটা কে সেটা কি আমি জানি? আমরা তো নিজের সাথে প্রায়ই কথা বলি না, নিজেকে এড়িয়ে চলি। কেন? নিজের কাছে তো মিথ্যে বলা যায় না। ভনিতাও করা যায় না। মুখোশটা তখন নিমেষেই ধরা পড়ে কিনা!
মস্কো, ২২ ফেব্রুয়ারি ২০২১

No comments:

Post a Comment