আজ ঘুরতে গেলাম ভোলগায়। গত দুদিনে তুষারপাতে হাঁটাচলা কষ্ট। তাই লোকজন নেই। শুধু বরফ আর বরফ। আজ অবশ্য গাড়ি দিয়ে বরফ সরানোর চেষ্টা চলছে। ঠাণ্ডা বাতাস কানে কানে বলছে তাড়াতাড়ি চলে যাও, নইলে কান মলে দেব। ইচ্ছে ছিল শুধু বরফের ছবি তুলব, কিন্তু ফোকাস করা জাছিল না। দু একটা ঝরা পাতা রেখে ফোকাস করার চেষ্টা করে দেখি বাতাসে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। অনেক দিন এত ঝামেলায় পড়িনি। নেক্সট টাইম সাথে ভারি কালো কিছু রাখতে হবে।
No comments:
Post a Comment