গতকাল থেকেই মুষল ধারে বরফ পড়ছে আকাশ বেয়ে। রাস্তাঘাট বরফে বরফাচ্ছন্ন। মনে হয় চোরা বালিতে হাঁটছি। বনে তেমন লোকজন নেই। এমন আবহাওয়ায় নাকি শুধু পাগলেরাই বনে যায়। ভাগ্যিস পাগলের সংখ্যা কম। তাই ট্র্যাফিক জ্যাম নেই। গাছেরা বরফের চাঁদর গায়ে হালকা হাওয়ায় দুলছে। কে জানে হয়তো নিজেদের কোন বল নাচের পার্টি আজ ওদের। খোলা জায়গায় বরফেরা শুয়ে রোদ পোহাচ্ছে যেমনটা মানুষেরা করে গ্রীষ্মে। বাতাসে মাইনাস ১৭ তবে প্রকৃতিতে যেন বসন্তের আনাগোনা। সে কি এল? বসন্ত কি সত্যিই এল?
No comments:
Post a Comment