Wednesday, February 17, 2021

আলো ছায়া


ফটোগ্রাফি কী? আলো আর ছায়ার খেলা। আজ ডাক্তারের কাছে গেলাম। সাথে নিলাম ক্যামেরা। কিছু গ্রাফিক মানে বরফের উপর রোদের ছায়ার ছবি তুলব বলে। ক্যামেরা হাতে থাকলে যেটা হয়, একটু দেরী হয়ে গেল ডাক্তারের ওখানে যেতে। মনে পড়ল অসীমের কথা। ১৯৯০ সালে তুরস্ক গেছিলাম বন্ধুদের অনুরোধের ঢেঁকি গিলে। কথা ছিল ওখানে জ্যাকেট কিনে মস্কোয় বিক্রি করে যে ধার দেনা হয়েছিল সেটা শোধ করব। সারাদিন ছবি তুলে শেষ মুহূর্তে যা কিনলাম তাতে ৯০০ ডলার ক্ষতি। অসীম তখন বলেছিল নেক্সট টাইম বিজন দা কোথাও গেলে তার ক্যামেরা জোর করে হলেও ছিনিয়ে নিতে হবে। ভাগ্যিস সেবার লস হয়েছিল। লাভ হলে লোভ হত। তাহলে হয়তো আর পড়াশুনা তেমন এগুতো না।

দুবনা, ১৭ ফেব্রুয়ারি ২০২১














No comments:

Post a Comment