মস্কোয় পড়াশুনা করার সুবাদে সিপিবি, ন্যাপ সহ বিভিন বামপন্থী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেসব আলাপ আলোচনা ফর্মাল গণ্ডী ভেঙ্গে প্রায়ই বন্ধুদের আন্তরিক আড্ডায় পরিণত হত। ফলে আমরা জাঁদরেল নেতাদের ভেতর মানুষকে দেখার সুযোগ পেয়েছি। তাঁদের সহজ সরল সংগ্রামী জীবনের কথা শুনে মুগ্ধ হয়েছি। কমরেড সাইফুদ্দিন আহমেদ মানিক ছিলেন সেই সব নেতাদের একজন যাদের ঘিরে বাম আন্দোলন, বিশেষ করে সিপিবি আশির দশকে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টরে পরিণত হয়। এমন কি কমরেড মোহাম্মদ ফরহাদের অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়, মানিক ভাই অত্যন্ত দক্ষতার সাথে সেটা ট্যাকল করেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিভিন্ন কারণে অনেক নেতা কর্মী সিপিবি ছেঁড়ে চলে যান, কেউ নতুন রাজনৈতিক দল গঠন করেন, কেউ অন্যান্য দলে যোগ দেন। এতে করে আর যাই হোক বাংলাদেশের বাম আন্দোলনে তাঁদের অবদান কমে না। আজ ৩ ফেব্রুয়ারি। ২০০৮ সালে এই দিনেই কমরেড সাইফুদ্দিন আহমেদ মানিক জীবনের হিসাব নিকাশ মিটিয়ে চলে যান। অনেক দিন থেকেই তাঁরএকটা ছবি আমার কাছে ছিল। ১৯৮৮ সালে মস্কোস্থ অক্টোবর হোটেলে কিছু ছবি তুলি। আজই প্রথম ছবিটা প্রকাশ করছি।
No comments:
Post a Comment