Sunday, February 2, 2025

বিনোদন

ছাত্রদের দাবি দাওয়া সংক্রান্ত ভিডিও দেখলাম। কিছু সমন্বয়কের ভিডিও দেখলাম। ডাস্টবিন তুল্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ছবি দেখলাম। এতক্ষণে বুঝলাম কেন দেশে গান বাজনা নাটক এসব এক এক করে বন্ধ করা হচ্ছে। এসবই তো বিনোদনের জন্য। ছাত্র, সমন্বয়ক, উপদেষ্টা সব মিলে নিজেরাই দেশবাসীকে এত বিনোদন উপহার দিচ্ছে যে নতুন শিল্পীর দরকার নেই। সুনীল গাভাস্কার এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীকে এ বাঞ্চ অব জোকার বলেছিলেন। এমনিতেই মনে পড়ে গেল।

মস্কোর পথে, ০২ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment