Monday, February 10, 2025

নাটক

সব দেখে মনে হয় এক বইয়ের মত আমাদের নাটকের স্ক্রিপ্টও একটাই। শুধু যাত্রার দল বদল হয়, নায়ক-নায়িকা, নটনটী বদল হয়, কিন্তু যাত্রার পালা সবসময় একটাই থাকে। দর্শকের সারিতে থাকার সময় পরিবর্তনের আশ্বাস দিলেও স্টেজে উঠলে সবাই সেই আগের নাটকই শুরু করে। বরং নবাগতরা আরও জোরে তলোয়ার চালায়, আরও চড়া স্বরে হুমকি ধামকি দেয়। মানুষকে স্বাধীন করার কথা বলে সিংহাসনে বসলেও স্বাধীন হয় নিজেরা - হ্যাঁ, স্বাধীন ভাবে তারা স্বেচ্ছাচারিতা চালায়। ষড় ঋতুর মত ষড় রিপু যখন জেঁকে বসেছে মানুষের ঘাড়ে তখন এ থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment