Monday, February 3, 2025

নিজেকে ভালোবাসা

অনেকেই নিজেকে ভালোবাসতে লজ্জা পায়, আরও বেশি লজ্জা পায় সেটা স্বীকার করতে। নিজেকে ভালোবাসা, নিজের সাথে থাকা, নিজের পাশে থাকা, নিজেকে হাত বাড়িয়ে দেয়া এটা সব সময় সাফল্য না আনলেও ব্যর্থতা মোকাবেলা করার সাহস ও শক্তি যোগায়। তবে এটা যেন অন্ধ ভালোবাসা না হয়। তার পেছনে যেন যুক্তি থাকে। যুক্তি দিয়ে নিজেকে ভালোবাসা অনেকটা নিজেকে জানার নামান্তর। 

মস্কো, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment