যদি ভুল না করি ছোটবেলায় ভাষার সংজ্ঞা ছিল এরকম - মনের ভাব মুখে প্রকাশ করার নাম ভাষা। যারা মনে বিষ লুকিয়ে রেখে মুখে অমৃত বর্ষণ করে তাদের কথা কি ভাষার সংজ্ঞায় সঠিক? যাদের মনের ও মুখের ভাষা বাংলা, যারা মনে ও মুখে বাঙালি এবং যারা মনে ও মুখে বাহান্ন ও একাত্তরের চেতনা ধারণ করে তাদের সবাইকে জানাই একুশের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment