Thursday, February 20, 2025

সমস্যা

আমরা যখন কোন সমস্যার সমাধান খুঁজি তখন শুধু সেই সমস্যা নিয়েই ভাবি। কিন্তু এই সমাধান যে নতুন সমস্যার জন্ম দিতে পারে সেটা প্রায়ই মনে রাখি না। ফলে ওষুধের সাইড এফেক্টের মত নতুন অসুখ পাই। আজ বিভিন্ন দেশে যে রক্ষণশীল রাজনৈতিক শক্তির উত্থান সেটা লিবারেল রাজনীতির ব্যর্থতার কারণেই। প্রতিটি সিস্টেমের সীমাবদ্ধতা আছে। সেটা মাথায় রেখেই চলতে হয়। যদি কেউ ভাবে শুধুমাত্র সদিচ্ছা (সব সময় নয়) দিয়েই সব বাধা অতিক্রম করা যাবে তবে সেই সিস্টেম ব্যর্থ হতে বাধ্য। তাছাড়া সমাজে সবসময়ই একাধিক আইডিয়া থাকবে। কোন কিছুকে দাবিয়ে নয়, সবার জন্য গ্রহণযোগ্য সমাধান খোঁজার মধ্যেই নির্ভর করে সিস্টেমের স্থায়িত্ব।

দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment