Sunday, February 16, 2025

অবিশ্বাস

বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক সীমান্ত রেখা একাত্তরের পক্ষের ও বিপক্ষের শক্তিকে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পর থেকেই কিন্তু ভোটের রাজনীতি কাঁটাতারের বেড়া দিয়ে আওয়ামী পন্থী ও আওয়ামী বিরোধীদের আলাদা করে চলেছে অবিরাম যদিও তথাকথিত লীগ পন্থী শিবিরে ট্রয়ের ঘোড়া সেজে ঢুকে গেছে অসংখ্য পাক পন্থী তথা বাংলাদেশ বিরোধী দানব। কখনোই অতীতকে অতীতে ফেলে ভবিষ্যতের কথা ভেবে সবাইকে নিয়ে বাংলাদেশ পন্থী একটি জাতি গঠনের উদ্যোগ নেয়া হয়নি। ফলে সবাই সবাইকে অবিশ্বাসের চোখেই দেখে যাচ্ছে। অবিশ্বাস নিয়ে কি ঐক্য হয়। দেশ, জাতি এসবের মূলেই তো থাকে ঐক্যের ডাক। 

মস্কো, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment