Tuesday, February 4, 2025

নষ্ট সময়

একটা কথা আছে - অতি চালাকের গলায় দড়ি। আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করতে গিয়ে এক সময় নিজেরাই ধর্ম ব্যবসায়ীদের হাতিয়ারে পরিণত হয়েছে। এরা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল কিন্তু অপরিণামদর্শিতার কারণে ধর্ম এদের ব্যবহার করছে নিজের রাজনৈতিক এজেন্ডা সফল করতে। এমনকি যারা এক সময় বলতেন জমি বর্গা দেয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেয়া যায় না আজ তারাও সবার আগে স্বার্থ বর্গা দিয়ে বসে আছেন। ভাবছি কে পচল - মানুষ না সময়?

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment