দাগি অপরাধীদের পাশে ক্রুশবিদ্ধ করেও যীশুর বাণী স্তব্ধ করা যায়নি। সপরিবারে হত্যা করে বা বত্রিশ নম্বর মাটিতে মিশিয়েও শেখ মুজিবের স্মৃতি বাংলার মাটি, কোটি কোটি বাঙালির মন থেকে মুছে ফেলা যাবে না। কারণ শেখ মুজিব শুধু দোষে গুণে গড়া একজন মানুষ নন, তিনি একটা ধারণা যার নাম বাংলাদেশ।
জয় বাংলা!
দুবনা, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment