ইতিমধ্যে বাংলাদেশে প্রতিবিপ্লব সম্পন্ন হয়েছে। দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃশ্যমান স্মৃতি সরিয়ে ফেলা হচ্ছে। ভালো বা মন্দ সে বিষয়ে নতুন করে কিছু না বলে শুধু এইটুকু বলা যায় দেশ বর্তমানে (এমনকি তাঁর কন্যার শাসনামলেও) যে পথে অগ্রসর হচ্ছে তাতে সামর্থ্য থাকলে তিনি নিজেই হয়তো সরকারী বেসরকারী সব জায়গা থেকে অদৃশ্য হয়ে যেতেন যাতে সীমাহীন ঘুষ দুর্নীতির সাক্ষী হতে না হয়। আমার ধারণা বর্তমানে উদীচির সার্বিক অবস্থা বিবেচনায় কমরেড সত্যেন সেন নিজেও সেখান থেকে পালানোর পথ খুঁজছেন। সম্মান যদি করতে না পারেন অপমান করা থেকে বিরত থাকুন। আমাদের পূর্বসূরীরা এসব সংগঠন সৃষ্টি করেছিলেন দেশের মানুষকে মুক্তির চেতনায় উজ্জীবিত করতে, আপনাদের ক্ষমতার ইঁদুর বিড়াল খেলার জন্য নয়।
মস্কো, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment