Sunday, February 9, 2025

প্রশ্ন

একাত্তরে আমাদের গ্রাম লুট হয়েছিল, আমাদের বাড়ি লুট হয়েছিল। আমরা তখন পালিয়ে ছিলাম অন্য গ্রামে। চাক্ষুষ লুট দেখিনি। যুদ্ধ শেষে বাড়ি ফিরে দেখেছি সেই তাণ্ডব। এবার বৈষম্য বিরোধী ছাত্রদের কল্যাণে লুটের প্রামাণ্য ভিডিও দেখলাম। সবাই কী শান্তভাবে অন্যের বাড়ির জিনিস পত্র নিয়ে হাসি মুখে চলে যাচ্ছে। যেন এইমাত্র কোন প্রতিযোগিতায় জিতে পুরস্কার নিয়ে এল। আচ্ছা এই জেনারেশন যখন দেশের হাল ধরবে তখন দেশের কী হবে? লুটের মাল তো একদিন শেষ হবে। শেষ হবে সেই সব বাড়িঘর যেখানে লুট করা যায়। হাজার হাজার পেশাদার লুটেরা তখন জীবিকা উপার্জন করবে কীভাবে? 

দুবনার পথে, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment