Sunday, February 23, 2025

বিপ্লব

যেখানেই বিপ্লব সেখানেই টাকা। যে সে টাকা নয় খোদ আমেরিকান টাকা। আধুনিক রাশিয়ায় ১৯১৭ সালের অক্টোবর বিপ্লব নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে লেনিন তথা বলশেভিক পার্টি জার্মান সরকারের সাহায্য পেয়েছিলেন। না, জার্মানি সমাজতন্ত্র বা বলশেভিকদের বন্ধু ছিল না, তাদের দরকার ছিল রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির কাছ থেকে সরিয়ে দেয়া। একসময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপ্লব ও প্রতিবিপ্লব ঘটাত অস্ত্রের বলে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা সফ্ট ফোর্স ব্যবহার করে বিভিন্ন এনজিও, ইউনিভার্সিটি ইত্যাদির মধ্য দিয়ে। যদিও গণতন্ত্র ও পশ্চিমা ধাঁচে সমাজ গঠনের কথা বলা হয় সামাজিক ভাবে ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের দেশে দিনের শেষে এসব প্রত্যাখ্যাত হয়। থেকে যায় শুধু পুরানো ব্যবস্থার ধ্বংসাবশেষ আর রাশ রাশ অনিশ্চয়তা। 

মস্কোর পথে, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment