রাস্তাঘাটে তৌহিদী জনতা আর ক্যাম্পাসে সাধারণ ছাত্র এরাই মনে হয় ক্ষমতাসীনদের নতুন যুগের শিখণ্ডী! দেশ ও জনগণের স্বার্থের কথা বলে তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ছদ্মবেশে আখের গোছাতে ব্যস্ত যারা তাদের চিহ্নিত করতে অনেকেই হয় ব্যর্থ হচ্ছে না হয় ইচ্ছে করে না বোঝার ভান করছে। সে অর্থে আধুনিক শিখণ্ডী অনেকের জন্যই বর্ম হিসেবে কাজ করছে।
দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment