Monday, February 24, 2025

সমস্যা

বাংলাদেশের রাজনীতির বড় সমস্যা হচ্ছে অবাধ স্বাধীনতা। যে যা খুশি তাই করছে। সরকার চোরকেও সাজা দিচ্ছে না, গৃহস্থকেও নিরাপত্তা দিচ্ছে না। সবাইকে স্বাধীনতা দিয়েছে আইন নিজের হাতে তুলে নিতে। এমন স্বাধীনতা আর কোথায় আছে?
কিন্তু এতে লাভ? মরছে তো ভালো মানুষ।
মরছে নিজেদের দোষে। চোরেরা ঐক্যবদ্ধ, গৃহস্থেরা বিচ্ছিন্ন। যতদিন গৃহস্থেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা না করবে ততদিন এরা মার খাবে। কিন্তু ঐক্যবদ্ধ তাদের হতেই হবে অস্তিত্ব রক্ষার জন্য। যত তাড়াতাড়ি এটা তাদের বোধগম্য হবে তত মঙ্গল।

দুবনার পথে, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment