Sunday, February 2, 2025

ক্ষমতা

বাংলাদেশে ক্ষমতার এক অনন্য বৈশিষ্ট্য হল তার পিঠে যেই সওয়ার হয়ে তাকেই সে বশ মানায়। ডিগ্রী, অভিজ্ঞতা, পরিচিতি সব যেন তাসের ঘরের মত ভেঙে পড়ে এই ক্ষমতার দাপটে। আর এই ক্ষমতা সবসময়ই বর্তমান স্বামীকে এক্স স্বামীদের প্রতি প্রতিহিংসাপরায়ণ করে তোলে। এখানে ক্ষমতার পাঠশালায় শুধু ঘৃণার পাঠ শেখানো হয়, ক্ষমার স্থান নেই এখানে।

মস্কো, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment