Saturday, February 22, 2025

শিক্ষা

আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না সেটা ঠিক নয়। নেই। তবে আমাদের সমস্যা হল আমরা ইতিহাস থেকে আংশিক শিক্ষা নেই। কীভাবে? যেমন ধরুন আমরা সব সময় ১৯৭৫ এর ঘটনার পেছনে একদল বিপথগামী সেনা অফিসার বা আমেরিকার ষড়যন্ত্রের কথা বলি কিন্তু কেন এই ষড়যন্ত্র, কেন বঙ্গবন্ধু হত্যার পর পুরো মন্ত্রীসভা মোশতাকের সাথে চলে গেল সেটা নিয়ে কথা বলি না। ঘটনার ফলাফলের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত, কিন্তু কেন সেটা ঘটল সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার কারণ খুঁজি না আর সে জন্যেই আমরা ইতিহাস থেকে সঠিক শিক্ষা নিতে পারি না, ভবিষ্যতে একই ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারি না। একেই বলে অল্প বিদ্যা ভয়ংকরী।

দুবনা, ২২ ফেব্রুয়ারি ২০২৫

No comments:

Post a Comment