ছেলেমেয়েরা মস্কোয়, আমরা দুবনায়। রাত ১১.৩০ এ সেভা ফোন করল, পাশে মনিকা আর ক্রিস্তিনা। ভিডিও কল। গল্পগুজব। ১২.০০ ক্রেমলিনের কুরান্ত ঢং ঢং শব্দ করে জানিয়ে দিল ২০২২ এর আগমনী বার্তা। ওদের হাতে মার্টিনি, আমাদের শ্যাম্পেন। ওরা কাগজে উইশ করে সেটা পুড়িয়ে মার্টিনিতে ফেলল। আমাদের উইশ তো ওদের জন্যেই। ওদের হাতে বাকাল, আমাদের ফুঝের। নিজেদের ও ওদের পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। মনে হল আমাদের বিশাল পরিবার আবার আগের মত একসাথেই নববর্ষ উদযাপন করছি। কাছে থাকার চেয়েও পাশে থাকা, সাথে থাকা অনেক বেশি আনন্দদায়ক।
দুবনা, ০১ জানুয়ারি ২০২২