যখনই কেউ নিজের মতটাকেই একমাত্র সত্য ও সঠিক বলে মনে করে তখনই জন্ম নেয় মৌলবাদ। মৌলবাদ কোন বিশেষ আদর্শ নয়, আদর্শের প্রতি দৃষ্টিভঙ্গি।
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২১
যখনই কেউ নিজের মতটাকেই একমাত্র সত্য ও সঠিক বলে মনে করে তখনই জন্ম নেয় মৌলবাদ। মৌলবাদ কোন বিশেষ আদর্শ নয়, আদর্শের প্রতি দৃষ্টিভঙ্গি।
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২১
মাঘের সাদা মেঘে দাঁড়িয়ে আকাশের নীল বুক ছাড়িয়ে দেবদারু ওই দেখ দুলছে ফাগুন হাওয়ায় মৃদু ঢুলছে।
আজ শীতের শেষ দিন। তবে এখনও তার বিদায় নেওয়ার কোন লক্ষণ দেখছি না। কে জানে আরও কতদিন জল কাদায় নাকানি চুবানি খাওয়াবে!
লাঠি নির্জীব, নির্বাক। লাঠির মাহাত্ম্য নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে, মানে লাঠি আপনার হাতে না পিঠে তার উপর। আপেক্ষিক তত্ত্ব বলে কথা।
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২১
শাহবাগে মশাল মিছিলে নাকি পুলিশের নগ্ন হামলা। ভাগ্যিস নগ্ন পুলিশের হামলা নয়।
দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২১
ফেসবুকের কল্যাণে আজকাল অনেক ভাল মানুষের সাথে পরিচয় হয়। অধিকাংশের সাথেই মরণোত্তর। দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২১
মুস্তাক আহমেদের শাসনামলে কারাগারে চার নেতা খুন হয়েছিলেন, এবার মারা গেলেন মুস্তাক আহমেদ নামে এক লেখক। কি কাকতালীয় ব্যাপার স্যাপার রে বাবা।
দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২১
এক সময় আমরা বলতাম পৃথিবীতে শুধু দুটো দল আছে - শোষকের আর শোষিতের। নাম যাই হোক না কেন ক্ষমতায় গেলে সব দলই শোষক হয়ে যায়। এই যে বাংলার মানুষ বুকের রক্ত দিয়ে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে, ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে ক্ষমতায় আনে বিনিময়ে তারা কী পায়? ভোটের নামে প্রহসন, ৫৭ ধারা, ডিজিটাল আইন এসব। আর যতই দিন যায় এসব নিয়মের নাগপাশ বন্ধন ততই যেন তীব্র হয়। তাই গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্তে। না হলে মানুষের বিজয়ের ফসল বার বার বেহাত হয়ে যাবে, চুরি হয়ে যাবে। বার বার ক্রস ফায়ারে অথবা জেলে দেখতে হবে প্রিয়জনের লাশ।
এই না হলে দেশ! প্রজাদের কষ্ট লাঘব করতে নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে টিকেট কেটে স্বর্গের গাড়িতে উঠিয়ে দেয়। ধন্য তুমি ধন্য হে, ডিজিটাল আইনের জন্য হে।
দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আচ্ছা, আপনি যে ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না, ভয় পান না? আগে পেতাম না, এখন পাই?
সকাল নতুন দিনের প্রতীক, জীবনের প্রতীক। সময়ের ব্যবধানে আজকাল দিনের শুরু, জীবনের শুরু মৃত্যু দিয়ে, মৃত্যু সংবাদ দিয়ে। হায়রে পোড়ামুখী ফেসবুক!
দুবনা, ২৪ ফেব্রুয়ারি ২০২১
সব বুঝলেই যে বোঝা হয়ে যাবে তা তো নয়। অনেক সময় এই বোঝাটাই খুব ভারী বোঝা হয়ে যায়। করোনা আমাদের সেটাই শেখাচ্ছে।
মস্কো, ২২ ফেব্রুয়ারি ২০২১
আজকাল সভা সমিতিতে নিজেকে খুবই মূর্খ বলে মনে হয়। প্রশংসা আর তৈল মর্দণের মধ্যে প্রায়ই পার্থক্য ধরতে পারি না। দুর্নাম আর বদনামের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা।
মস্কো, ২২ ফেব্রুয়ারি ২০২১
রুশ দেশে বিভিন্ন বক্তৃতায় তো বটেই এমনকি রেডিও টিভিতে পর্যন্ত দেশের প্রেসিডেন্টকে বলা হয় ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন বা প্রেসিডেন্ট পুতিন। উনি বাংলা জানলে নিশ্চয়ই রুশ ভাষায় বিশেষণের অভাব দেখে চুপসে যেতেন। আ মরি বাংলা ভাষা।
যদিও মাতৃভাষার আবেদন এক ফোঁটাও কমেনি তারপরও বলব, কেউ কোন ভাষায় বলল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সে কী বলল।
মস্কোর পথে, ২১ ফেব্রুয়ারি ২০২১
টিকা নাও, ছবি দাও। দেওয়া নেওয়ার এক অভূতপূর্ব উদাহরণ সৃষ্টি করল করোনা ভ্যাকসিন।
দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২১
শুধু নিউটন, আইনস্টাইনরাই মানে সত্যিকারের বিজ্ঞানীরাই বলতে পারেন যে তাঁরা দৈত্যদের কাঁধে দাঁড়িয়ে আছেন বলেই বহুদূর পর্যন্ত দেখতে পান, অর্থাৎ তাঁরা নির্দ্বিধায় তাদের পূর্বসূরিদের অবদান স্বীকার করতে পারেন। রাজনীতিতে সেটা খুব কম জনেই পারে। আর তাই তো বার বার আমাদের ইতিহাস শুরু হয় নতুন কোন মেসিয়ার আবির্ভাবের মধ্য দিয়ে। ধর্মও এ নিয়মেই চলে। বলশেভিকরা তাদের পূর্বপুরুষদের সব অবদান অস্বীকার করেই নতুন সমাজ গড়তে চেয়েছিল। নতুন রাশিয়ার স্থপতিরাও একই ভাবে সোভিয়েত ইউনিয়নের যা কিছু ভাল, সব কিছু ধ্বংস করে সেখানে পুঁজিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আজ ইউরোপ আমেরিকায় নিওলিবারেলরা একইভাবে তাদের অতীতকে অস্বীকার করে ভবিষ্যতে যেতে চাইছে। রাজনীতি, ধর্ম, ক্ষমতার লোভ সব এককাট্টা হয়ে বৈজ্ঞানিক চিন্তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। অনেক বিজ্ঞানীও অর্থ দেবীর বেদিতে নিজেদের বলি দিচ্ছে।