গতকাল
ক্রিস্টিনা এসেছে ওর বান্ধবীকে নিয়ে দুবনা বেড়াতে। বলল বারবিকিউ করতে। আন্তনও দুবনায়।
সব কিনে বনে চলে গেলাম, আন্তনই সব করল। কুকুর নিয়ে ঝামেলায় থাকায় গুলিয়া যেতে
পারেনি আমাদের সাথে।
সন্ধ্যায় আমরা ফিরলে বলল ভাত পুড়ে ফেলেছে। আমার মত করে রাঁধতে গিয়ে নাকি এটা হয়েছে।
আমি ইদানীং প্রায়ই ঝামেলা কমাতে চালের সাথে সবজি মাংস একসাথে সেদ্ধ করি মশলা দিয়ে, শেষ একটু তেল ঢেলে দিই। ও সেটাই করতে গেছিল মাশরুম দিয়ে।
আমি জিজ্ঞেস করলাম ও ঠিক কোন ব্যাপারটা আমাকে অনুসরণ করে করেছে। কারণ আমি শুধু সব একসাথে রান্নাই করি না, সব একসাথে পুড়াইও।
আমি শুধু তোমার দেখাদেখি সব একসাথে বসিয়েছি, আর হাড়িটা পুড়েছে তোমার দোষে। সুতরাং ওটা তোমাকেই ধুতে হবে।
সন্ধ্যায় আমরা ফিরলে বলল ভাত পুড়ে ফেলেছে। আমার মত করে রাঁধতে গিয়ে নাকি এটা হয়েছে।
আমি ইদানীং প্রায়ই ঝামেলা কমাতে চালের সাথে সবজি মাংস একসাথে সেদ্ধ করি মশলা দিয়ে, শেষ একটু তেল ঢেলে দিই। ও সেটাই করতে গেছিল মাশরুম দিয়ে।
আমি জিজ্ঞেস করলাম ও ঠিক কোন ব্যাপারটা আমাকে অনুসরণ করে করেছে। কারণ আমি শুধু সব একসাথে রান্নাই করি না, সব একসাথে পুড়াইও।
আমি শুধু তোমার দেখাদেখি সব একসাথে বসিয়েছি, আর হাড়িটা পুড়েছে তোমার দোষে। সুতরাং ওটা তোমাকেই ধুতে হবে।
এরকম ফলোয়ারদের
নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না।
দুবনা, ১০
মে ২০১৯
No comments:
Post a Comment