Wednesday, May 22, 2019

উন্নয়ন


দাদা, উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি?
কোনই ভাবনা নেই। সব দেখে বুঝলাম আমার রিডিংটা ভুল ছিল।
মানে?
মানে আর কি, ওরা যখন উন্নয়নের কথা বলল আমি অনেকের মতই ভাবলাম, সবার অবস্থার উন্নতি হবে। ধনী আরও ধনী হবে, গরীবেরও অবস্থা ফিরবে। কিন্তু বাস্তব একেবারে উল্টো। ধনী আরও ধনী হয়েছে ঠিকই, কিন্তু গরীবও আরও গরীব হয়েছে। এখন আমি ওদের কথার সঠিক অর্থ বুঝলাম। আসলে ওরা চেয়েছিল যে যে আবস্থায় আছে সেই অবস্থার উন্নতি করতে, অবস্থা বদলাতে নয়। অবস্থা বদলানর জন্য রেভলিউশন দরকার এভলিউশন নয়। কিন্তু আমরা এসব অনেক দেরিতে বুঝছি।   

দুবনা, ২২ মে ২০১৯ 



No comments:

Post a Comment