কয়েকদিন আগে বউ বলল কফিটা শেষের পথে। আজ দোকানে গিয়ে কথাটা মনে পড়ায় ৫০০ গ্রামের একটা প্যাকেট নিয়ে এলাম। বউ তো খুব খুশি।
- খুব ভালো করেছ কফিটা এনে।
এরপর শুরু হল কফির জন্মবৃত্তান্ত পাঠ। কফি আরাবিকা। কফি, লেমন.....
- এটা আবার কি কফি? জানই তো আমি এসব লেমন টেমন পছন্দ করি না।
- বা রে, আমি তো কফি কিনলাম, আরাবিকা, ভাজা কফি সীড। ওখানে লেবু না কি আছে সেটা জানব কোত্থেকে?
- এই তো নীচে লেখা আছে ছোট ছোট অক্ষরে।
- আচ্ছা আমার সাথে পরিচয়ের সময় তোমার এই ম্যাগ্নিফাইং গ্লাসটা কোথায় ছিল? চা, কফির দোষ খুঁজে বের করতে পার, তখন আমার খুঁতগুলো ধরতে পারলে না? নাকি ওগুলো এতো ছোট করে লেখা যে তোমার গ্লাসের চোখ এড়িয়ে গেছে?
- এড়িয়ে যাবে কেন? আমি দেখেও না দেখার ভান করেছি, যাতে পরে দরকার মত তোমাকে খোঁটা দিতে পারি।
দুবনা, ২৪ মে ২০১৯
No comments:
Post a Comment