Tuesday, May 7, 2019

সাবেক আঙ্কেল


গতকাল ছিল ভুলে ভরা একটা দিন। ভার্সিটি থেকে বাসায় ফিরতে রাস্তা ভুল করে বেশ খানিকটা ঘুরলাম সুপার মার্কেটে। রাতে দুবনা ফেরার জন্য গাড়ি বুকিং দিয়ে বসে আছি, হঠাৎ সেরগেইএর মেসেজ এলো “বিজন, খুব দুঃখিত। আমি জার্নিটা ক্যান্সেল করছি।“ কী আর করা আরেকটা গাড়ি বুকিং দিলাম। কিন্তু সমস্যা হল, ঠিক বুঝতে পারছি না ও কোত্থেকে যাবে। তাই ভাবলাম ফোন করে জেনে নিই, যদি মেট্রোর আশেপাশে না হয় তবে রাত ১১ টার বাসে যাবে। ফোন করলাম
- লেভ, আমি বিজন। তুমি কোত্থেকে যাচ্ছ?
ওর উত্তরে কিছুটা আড়ষ্টতা ছিল। বুঝলাম কোথাও কিছু একটা ভুল হয়েছে।  বলল
-  আমি তো জার্নিটা ক্যান্সেল করেছি।
- তাই? ভারী ঝামেলায় পড়লাম দেখছি।
- আসলে আমি যাচ্ছি আমার আত্মীয় স্বজনদের নিয়ে। ভাবছিলাম কাউকে নেব না।  যাকগে কি আর করা। তুমি কখন আসতে পারে?
- নয়টা দশে কথা ছিল।
- তাই? আমার তো মনে হয় সাড়ে নয়টায়। ঠিক আছে সাড়ে নয়টায় আলতুফিয়েভা চলে এস ম্যাকডোনাল্ডের পাশে।
- কথা রইল।
এখন আমার অবাক হবার পালা। এক দিনে দু দুটি বুকিং বাতিল?  নম্বর চেক করে দেখি আমি ভুল করে লেভের বদলে সেরগেইকে ফোন করেছি যে কিনা আগেই জার্নি ক্যান্সেল করেছে।  কিন্তু এখন তো পাকা কথা হয়ে গেছে। তাড়াতাড়ি লেভ এর বুকিং ক্যান্সেল করে দিলাম। আলতুফিইয়েভা এসে দেখি সেরগেই ম্যাকডোনাল্ডে বসে আছে। বলল আরও একটা মেয়ে যাবে। সেও আমার মত ভুলের শিকার। তাকেও সেরগেই না করেছিল, কিন্তু সে মেসেজ না পেয়ে চলে এসেছে। সাধারণত তিন জন করে যাই গাড়িতে। আজ চারজন। তবে মেয়েটা দেখা গেল আমার পরিচিতা। গল্পে গল্পে জানলাম আমার বন্ধু ওর আঙ্কেল।     
- আলেগ তোমার  কী সম্পর্কের আঙ্কেল?
- ও আমার মার বোনের বর।
- কিন্তু তুমি না বললে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তার মানে অলেগ তোমার আন্টির সাবেক বর।
- হ্যাঁ।
- তাহলে তো ও তোমার সাবেক আঙ্কেল!
দুজনে বেশ মন খুলে হাস্লাম।
ইন্টারেস্টিং বর, বউ এসব সাবেক হয়, কিন্তু ছেলে, মেয়ে, ভাস্তে, ভাস্তি, ভাগ্নে, ভাগ্নী এসব কখনও সাবেক হয় না।      
দুবনা, ০৭ মে ২০১৯    



No comments:

Post a Comment